Download লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Download লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩১ মার্চ, ২০১৪

Youtube video download করুন এক নিমিসেই…সাথে আছে Player ও Converter Free

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন।
Hi, আমি  Alauddin al Nahim আজ আপনাদের দেখাব কি ভাবে খুব সহজে  YouTube  Video Download  করা যায়।
প্রথমে এই  youtube video downloder  টি download করুন। এর পর যেই ভিডিও টি download করতে চান।তার url টি copy করে paste করুন। নিচের ছবির মত।


Download Link:

কেএম প্লেয়ার এর বিকল্প খুঁজছেন?? এদিকে আসুন।

আমরা যারা উইন্ডোজ ৭/৮/৮.১ ব্যবহার করি তারা সচরাচর মিডিয়া প্লে করতে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১২ ব্যবহার করি। কিন্তু এটি অনেক ফর্মেট সাপোর্ট করে না। তাই আমাদের থার্ড পার্টি সফট বেছে নিতে হয়। অসংখ্য থার্ড পার্টি মাল্টিমিডিয়া সফট রয়েছে। এর মধ্যে KM Player, GOM Player,Pot Player,VLC Player অন্যতম। কিন্তু প্রচার বেশি হওয়ায় আমরা KM Player ই বেশি ব্যবহার করি।
এই কেএম প্লেয়ার বা কে মাল্টিমিডিয়া প্লেয়ার শুরুর দিকে ভালই কাজ করত। কিন্তু ইদানিং তারা তাদের সফটে অ্যাড ঢুকিয়েছে। যার ফলে আপনি যখন অনলাইন থাকা অবস্থায় কোন মিডিয়া প্লে করবেন। কেএমপি আপনাকে না জানিয়ে বসে বসে আপনার সাধের ব্যান্ডউইডথ ব্যবহার করে তাদের অ্যাড প্রদর্শন করবে। ব্যাপারটা রীতিমত বিরক্তিকর। তবে চাইলেই ফায়ারওয়াল এর সাহাজ্যে একে ব্লক করা জায়। কিন্তু এত ঝামেলা কেন করবেন, বিকল্প থাকতে??
আমার কাছে কেএম প্লেয়ার এর চেয়ে Daum Pot Player অনেক ভাল লেগেছে।

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪

ডাউনলোড করে রেখে দিন, সৃতি হয়ে থাকবে আজীবন।


সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের জন্মদিন ছিল ৪ ফেব্রুয়ারি। জন্মদিন উপলক্ষে ফেসবুকের প্রথম পৃষ্ঠায় (লগ-ইন পেজ) রাখা হয়েছে একটা ভিডিও। পেজের বাম পাশেই এক মিনিট এক সেকেন্ডের ভিডিওটিতে ১০ বছর পূর্তির বিষয়টি তুলে ধরা হয়েছে। ভিডিওর নিচে ব্যবহারকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

Drive Booster Pro আপনার কম্পিউটারের সব ড্রাইভারকে রাখবে আপ-টু-ডেট।



কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কিছু দিন ধরে আমি একটা সফটওয়্যার ব্যাবহার করছি, অনেক কাজের একটা সফট তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সফটওয়্যার টার নাম হচ্ছে Driver Booster Pro. কম্পিউটারের ড্রাইভার গুলো আপডেট দেওয়া না থাকলে অনেক ধরনের সমস্যা হয়। এই সফটওয়্যারটা ব্যাবহার করলে যত ড্রাইভার আপনার কম্পিউটারে ইন্সটল দেওয়া আছে সব আপডেট হবে।

IObit এর Advanced System Care, Game Booster, Uninstaller এর মতো আরো অনেক উপকারি সফটওয়্যার হয়তো আপনারা ব্যাবহার করেছেন। এবার Driver Booster ব্যাবহার করে দেখুন, উপকার অবশ্যই পাবেন।
সফটওয়্যারটির সাইজ মাত্র ৯ এমবি এটি ফ্রী না কিন্তু আমি আপনাদেরকে সিরিয়াল সহ দিচ্ছি।
UppIT ডাউনলোড লিঙ্ক।
গুগল মামা (Google Drive) লিঙ্ক।
ইন্সটলের নিয়মঃ
Zip ফাইল Extract করে সফটওয়্যারটি ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি ওপেন করে Upgrade-এ ক্লিক করুন।
ফাইলটা ওপেন করে সিরিয়াল কীটা দিয়ে দিন।

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

পিসিতে গান শুনুন অবিশাস্য এইচ.ডি. সারাউন্ড কোয়ালিটি তে!!


আসসালামু আলাইকুম....
আবার হাজির হলাম এক্কেবারে নতুন একটি টিউন নিয়ে। আজকে আপনাদের দেখাবো হাই কোয়ালিটি (৩২০ কেবিপিএস) গানের আসল মজা কিভাবে নিতে পারবেন। সামান্য কয়টা ধাপ অনুসরণ করে আপনি পেতে পারেন গান শোনার অন্যরকম এক মাত্রা!
এজন্য আপনার কাছে AIMP3 অডিও প্লেয়ারটি থাকতে হবে। না থাকলে লেটেষ্ট ভার্সনটি নিচের লিংক থেকে নামিয়ে নিন।
Download AIMP3 (7MB)


ইউটিউবের ভিডিও গুলি সরাসরি ডাউনলোড করুন Mp3,3gp,Mp4 ও HD ফরম্যাটে!


Reveltech এর সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন এবং প্রযুক্তির সাথে আছেন।
আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একটি প্রয়োজনীয় সাইট ও তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান এর সাথে, যেখান থেকে আপনি প্রায় সব ধরনের Video এবং  Mp3 সার্চ করে দেখতে ও ডাউনলোড করতে পারেন খুবি সহজে।
এর বিশেষ সুবিধা গুলি হলঃ-
১। এতে রয়েছে সুন্দর Category সিস্টেম।
২। এতে রয়েছে Top 10 হলিউড ও বলিউড মুভি লিস্ট।
৩। Direct ডাউনলোড সুবিধা।
৪। সুন্দর ও সহজে ডাউনলোড যোগ্য অ্যান্ড্রয়েড App [ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করুন   (মাত্র ৪৭কে.বি) ]
                                                       নিচে এর একটি স্ক্রীনশর্ট দেওয়া হলঃ

 অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করুন   [মাত্র ৪৭কে.বি]
 D0WNLOAD করার জন্য এই লিংকে ক্লিক করে SKIP ADD ক্লিক করতে হবে

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

ডাউনলোড করে নিন এক সাথে ৭০০ ফেসবুক ফটো কমেন্ট (মিডিয়া ফায়ার লিংক )



ফেসবুকের ফটো কমেন্ট ফিচার আমার খুব পছন্দের তাই ভালো লাগলেই সেটাকে সেভ করে রাখি। এখন দেখি অনেক গুল হয়ে গেছে। আমার মতো যারা ফটো কমেন্ট পছন্দ করেন তারা চাইলে সংগ্রহ করে রাখতে পারেন সুন্দর এই কমেন্ট ভান্ডার । আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবসই জানাবেন।
ফাইল সাইজ ১০ মেগা বাইট
ডাউনলোড লিংক :  এখানে ক্লিক করুন
ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করে SKIP ADD এ ক্লিক করতে হবে

আপনার, ভাইরাস্ড ফরমেট, ডিলেট হওয়া হার্ডডিস্ক, পেনড্রাইভ , মেমোরির সব ফাইল ফিরিয়ে আনুন ৬.৫ এমবির সফটওয়ারটি দিয়ে।



সেভেন থেকে এক্্রপিতে ফিরে যেতে চাইল শ্রাবন্তি। আর তাতেই বিপত্তি। সেট আপ হওয়ার পর উইন্ডোজ বলছে আস্ত ৫০০ জিবি হার্ডডিস্ক ফরমেট না দিলে সে নাকি কোন ড্রাইভে  ঢুকতেই দেবে না! ফরমেট তো এক কিকে দেয়া গেল কিন্তু  সাড়ে সাত বছর ধরে জমানো সাধের মুভিগুলো যে হাওয়া। মনে হচ্ছে হারিয়ে যাওয়া বিয়ের গ্রুপছবিগুলো ফিরিয়ে দিলে বিনিময়ে ল্যাপটিই উৎসর্গ করে দিবে; ভাবে শ্রাবন্তি।
হ্যাঁ! আপনার, ভাইরাস্ড ফরমেট, ডিলেট হওয়া হার্ডডিস্ক, পেনড্রাইভ , মেমোরির  সব ফাইল ফিরিয়ে আনুন নিচের লিঙ্কে দেয়া মাত্র ৬.৫ এমবির সফটওয়ারটি দিয়ে। আমি আমার ফরমেট হওয়া  হার্ডডিস্ক ফিরিয়ে আনতে পেরেছি বলেই বলছি।
তবে এই ভার্সনটি ছাড়া অন্য অনেক পেইড ভার্সনও কাজ করে না; নিজে দেখেছি। সো নো চিন্তা জাস্ট প্লে!
link here   DOWNLOAD


যেভাবে পিডিএফকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন দেখুন।


সবাইকে সালমা জানিয়ে শুরু করলাম আজকের পোষ্ট। কথা বাড়াবোনা। ইতপূর্বে আপনারা হয়তো আরো অন্যান্য পিডিএফ কনভার্টার ব্যবহার করেছেন, তাই এবার এটাও ব্যবহার করে দেখুন আশা করি ভাল লাগবে। আমার কাছে ভাল লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেভাবে পিডিএফকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন দেখুন। প্রথমে এখানে ক্লিক করে সফ্টওয়্যারটি নামিয়ে নিন তারপর ইন্সটল করে অপেন করুন, নিচের মত দেখবেন...........

1. আপনি যে পিডিএফ ফাইলটিকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন তা সিলেক্ট করে দিন।
2. কনভার্ট হওয়ার পর ফাইলটি আপনি যেখানে সেভ করতে চান তা দেখিয়ে দিন।
3. Convert এ ক্লিক করুন। ব্যাস আপনার ফাইলটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এবার ইচ্ছে মত ইডিট করতে থাকুন। কিছু কথা: সাধারণত পিডিএফ ফাইলকে যত ভাল মানের কনভার্টার দিয়ে হলেও কনভার্ট করুন না কেন জেনুইন ওয়ার্ড ফাইলের মত সার্ভিস পাবেন না। তারপরও দুধের স্বাধ ঘোলে মিশে খাওয়া আর কি!!!
 তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্রাহ হাফেজ। 

ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করে SKIP ADD এ ক্লিক করতে হবে

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪

এবার 468 KB সাইজ এর ফ্ল্যাশ গেম Fruit Ninja খেলুন পিসি তেই!! প্রায় একই মজা!


আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই খুব ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব-ই মজার এবং জনপ্রিয় Android Game ফ্রুট নিনজা শেয়ার করছি। কিন্তু এটি কিন্তু Abdroid এর জন্য না। পিসি'র জন্য। এটি একটি ফ্ল্যাশ গেম। এর আসল পিসি ভার্সন এর সাইজ প্রায় ৮০ এমবি। কিন্তু আমি যে ফ্ল্যাশ গেম টি শেয়ার করছি তার সাইজ মাত্র 468 KB। অথচ মজা প্রায় একই! ত দেরি না করে এখনি ডাউনলোড করে নিন মজার ফ্ল্যাশ গেম Fruit Ninja.

ছোট একটি সফটওয়ার দিয়ে আপনার ছবি রিসাইজ করুন

ক্যামেরা কিংবা মোবাইলে আজকাল ছবি তোলা খুবই সহজ, চোখের পলকেই ছবি তুলে ফেলা যায়। কিন্তু এই সকল ছবি নানান সাইজের এবং নানান আকারের। কাজে বা ব্যবহারের সময় এই সকল ছবির সাইজ পরিবর্তন করতে হয়। অনেকে এই সহজ কাজটা করতে পারেন না। ফলে ব্যবহারের সময় ছবির সাইজ বিড়ম্ভনার কারন হয়। খুব সহজে আপনি আপনার ছবির সাইজ আপনার প্রয়োজনের সাইজে করে ফেলতে পারেন।
আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আমাদের অনেক ব্লগার ছবি সাইজ ঠিক করতে পারছেন না। একই পোষ্টে নানা সাইজের ছবি দিয়ে তিনি নিজে যেমন লজ্জা (!) পাচ্ছেন তেমনি আমাদেরও চোখের ১২টা (!) বেজে যাচ্ছে। নানা সময় নানা ব্লগার এ ব্যাপারে জানতে চান, কি করে ছবি রিসাইজ করে সুন্দর করে ছবি পোষ্ট দেয়া যায়।
ছবি রিসাইজ/ ছবির ফরমেট পরিবর্তনের নানা সফটওয়্যার এ দুনিয়াতে আছে। ফ্রীতে কিংবা টাকা দিয়ে কেনা যায়। তবে আমি যেহেতু সহজ অপারেট, টাইম সেইভ এবং টাকা নিয়ে মাথা ঘামাই তাই আজ আপনাদের আমি এমন একটি রিসাইজ ও রিফরমেট করার সফটওয়্যারের খোজ দিব (অন্য ভার্সান টাকা দিয়ে কিনতে হয়)। এই ভার্সানটি/ ইঞ্জিনটা ফ্রী! যা আমি অনেক দিন ব্যবহার করে উপকার পেয়েছি! আপনিও উপকার পেতে পারেন। তবে উপকার পেয়ে আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না।


সফটওয়্যারটি ইন্সটল করে রান করুন। ব্যস – ডান বাম, উপর নীচের মেনু গুলো দেখুন। কত সোজা। আর কি চাই। প্রান খুলে মজা লুটুন। নিম্মে ছবি দেখনু -

তবে ছবি রিসাইজ করাতে একটু বুদ্ধি খাটাতে হবে। ইঞ্চি, পিক্সেল নাকি সিএম! শুধু রিসাইজ করে ছবির ১২টা বাজাবেন না। একটু হিসাব করে কাজটা করতে হবে। অঙ্কের খেলা। দুইভাবে এ সফটওয়্যার ব্যবহার করে ছবি রিসাইজ করতে পারেন। একটা অটোমেটিক অন্যটা নিজের ইচ্ছা মত। নিম্মে একটা নমুনা দেখুন!

ছবিটা ভাল, সব পড়া যাচ্ছে!

ছবিটা ছোট, সব পড়া যাচ্ছে না! বে সাইজ!

এখান থেকে ডাউনলোড করুন
ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করে SKIP ADD এ ক্লিক করতে হবে

সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

প্লে স্টোর থেকে সরাসরি পিসিতে ডাউনলোড করার অন্যতম সহজ উপায় !! [No Extension,etc..]

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা । আশা করি পরম করুণাময়ের অনুগ্রহে সবাই ভালো আছেন ।
আমরা সবাই তো এখন খুব স্মার্ট !! হাতে হাতে স্মার্টফোন ! সহজলোভ্য হওয়ায় অ্যান্ড্রয়েড এর সংখ্যাই বেশি । স্মার্টফোনের জন্য স্মার্ট অ্যাপস্‌ ডাউনলোড করতে গিয়ে আমরা যে সমস্যায় পড়ি তা হলো গুগল প্লে স্টোর থেকে সরাসরি পিসিতে .apk ফাইল নামানো যায় না !! মোবাইলে ইন্টারনেট স্লো এবং তুলোনামুলোকভাবে ব্যয়বহূল । অনেকের জন্য তাই পিসিই ভরসা । ডাউনলোডের জন্য অনেক সাইট পাওয়া গেলেও ফ্রি অ্যাপস্‌গুলো প্লে স্টোর থেকে নামানোই নিরাপদ । এজন্য অনেক পদ্ধতি থাকলেও আমার কাছে ঝামেলা লাগে । কয়েকদিন আগে প্রথম আলোতে একটা ট্রিক্স দেখলাম, যারা মিস করেছেন তাদের জন্য এই টিউন ।
* প্রথমে প্লে স্টোরে লগিন করুন ।
* পছন্দের অ্যাপ এর লিংকে ঢুকুন । লিংকটা কপি করুন ।
*   এই লিংক   এ গিয়ে অ্যাপ এর লিংকটা পেস্ট করে Generate চাপুন ।
* কিছুক্ষণ অপেক্ষা করলেই ডিরেক্ট লিংক পেয়ে যাবেন ।
খুব সহজ উপায় !!
ধন্যবাদ সবাইকে ।

ফেইসবুকের জন্য নিয়েনিন চরম একটি সফ্টওয়ার

আছ্ছালামু  আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু । আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকাই আমার কামনা । টেকটিউনস-এ এটাই আমার প্রখম টিউন কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ।এর আগে এরকম টিউন হয়েথাকতে পারে তবে আমি আমার মত করে লিখেছি । এখন ফেসবুক ইউজ করেনা এমন লোক খুব কমই আছে । আর করবেইনা কেন ? এটার মধ্যে আলাদা  একটা মজা  আছে ।  ফেইসবুকে আমি অনেক মজাপাই । আর সবচেয়ে বেশী মজাপাই চেট করে । আমার মনেহয় এরকম মজা সবাই পেয়ে থাকে । আমি সর্ব প্রথম ফেবু  একাউন্ট করি ২০০৮ সালে । কিন্তু এর মধ্যে অনেক আইডি বাতিল হয়েগেছে  । মুলত তখন থেকেই ফেবু এবং কিছু সফ্টওয়ার নিয়ে গাটাগাটি করি । আজ আপনাদের একটা সুন্দর সফ্টওয়ার উপহার দেব যেটা ব্যবহার করে আমি অনেক আনন্দ পেয়েছি আশা করি আপনারাও আনন্দ পাবেন । এই সফ্টওয়ার দিয়ে চেট করা বেশী আনন্দ ।
যাক ওসব কথা বাদ দিয়ে মুল কথাই আসি, আমি যে সফ্টওয়ারটি শেয়ার করবো তার নামই  "Facebook Chat" হয়তো এটার সাথে অনেকে আগেই পরিচিত থাকতে পারেন । আজকের আমার এই প্রথম টিউনটি  তাদের জন্য যারা আগে এ সফ্টওয়ার  সম্পর্কে  জানতেন না ।এটির চাহিদা আই ফোন গুলোর মধ্যে  বেশি, তবে জাভা সমর্থিত মোবাইলেও  এর ব্যপক ব্যবহার লক্ষকরা যায় ।
সফটওয়্যারটি এখান থেকে বিনামুল্যে ডাউনলোড করে নেন। এবার open করে ID ও password দিয়ে লগইন করুন ।আর মনের আনন্দে চ্যাট করুন ।আজ এপর্যন্তই । সবাই ভাল থাকবেন।     আল্লাহ্ হাফেজ.

রিডমিক এখন আপনাদের হাতে হাতে মিস কিন্তু নয়!

আসসালামুআলাইকুম, প্রিয় বন্ধুরা আসা করি আল্লাহর রহমতে আপনারা  ভালো আছেন।
আমি অনেক দিন থেকে ভাবতেছি যে একটা গুরুত্বপূর্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করবো।আর সেটি হইলো একটা dictionary।আপনারা অনেকে হয়তো মনে করতেছেন আমারতো dictionary আছেই।হ্যা ভাই! আমিও জানি আপনার হয়তোবা আছে কিন্তু আমার মনে হয় এই রকম হবেনা যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাছ্চি।আর বন্ধুরা  সেই কাংখিত dictionary  টি হলো রিডমিক ডিকশেনারি।আপনি এইটা online, offline দুই ভাবেই চালাতে পারেন।আর ডাউনলোড করাতো একেইবারে ফ্রি!

এবার পিসি’র র‌্যামের (Ram) গতি বাড়ান এক সফটওয়্যার (Software) দিয়েই- সি-ক্লিনার (Ccleaner)!

কম্পিউটারে বর্তমান সময়ে প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকেন। আর পিসি’তে অনেকক্ষণ চালু থাকলে র‌্যামে (Ram)অস্থায়ীভাবে কিছু ফাইল বা ডেটা (Data) সেভ করে রাখে। আর সেটি যদি হয় ইন্টারনেটের (Internet) কারণে তাহলে র‌্যামটি(Ram) অনেক ধীর গতির হয়ে পড়ে। যে কারণে পিসি তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। সফটওয়্যারটি ইনস্টল (Install)করে সহজেই দু’টি মাত্র ক্লিকেই পিসি’র পূর্বের গতি (Speed) ফিরিয়ে আনা সম্ভব।
সফটওয়্যারটি’র ফিচারসমূহ :-
১. ক্লিনার: উইন্ডোজ (Windows) অংশে উইন্ডোজের এক্সপ্লোরারসহ অ্যাডভান্সড (Advanced) অংশগুলো সহজেই ক্লিন (Clean)করা যায়।
অ্যাপ্লিকেশন অংশে ব্রাউজারের (Browsers) হিস্টোরি (History) থেকে কেস (Cache), প্রাইভেসি (Privacy) পরিস্কার করে,
অ্যানালাইজ (Analyze) অংশটি দিয়ে সহজেই সমস্যা সমাধান করার পাশাপাশি অপ্রযোজনীয় ফাইল বা ইরোর ফাইল (Error File) ডিলিট করে।
২. রেজিস্ট্রি: এই অংশটি ব্যবহার করে রেজিস্ট্রিতে (Registry) কোন সমস্যা থাকলে সেগুলো ফিক্স করে প্রথমে স্ক্যান (Scan)করে এরপরই তা ফিক্স করা যায়,
৩. টুলস্: এই অপশনটি ব্যবহার করে কন্ট্রোল প্যানেলে না গিয়েই সহজেই যেকোন সফটওয়্যার আনইনস্টল করা যায়,
৪. অপশন: এই অংশে মূলত সব সফটওয়্যারটির সব ধরনের সেটিংস্ (Settings)-এর কাজ করা যায়।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।  ‘সি-ক্লিনার’
আমাদের সাথেই থাকুন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস আর উইন্ডোজের সফটওয়্যার (লেটেস্ট)নিয়ে আসছি!
 

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

তিনটি গুরুত্বপূর্ন সফটওয়্যার শেয়ার করলাম তাও আবার একদম ফ্রি।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।দেরীতে হলেও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ও দোয়া করি সবারযেন নতুন বছরটা সুন্দর ও  সুথে কাটুক।টেকটিউনস এর সাথে আমি অনেক দিন যাবত আছি।টেকটিউন এর মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি ও শিখেছি। কিন্তু কোননি কিছু পোষ্ট করা হয়ে ওঠেনি। তাই টেকটিউনস এ এটাই আমার প্রথম পোষ্ট ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেদেখবেন। আজ সবার সাথে ৩টি গুরুত্বপূর্ন সফটওয়্যার শেয়ার করলাম সফটওয়্যারগুলো হল- PDF to Word converter, Auto CAD 2007,wondershare Vedio Editing Software
অনেকের কাছে হয়ত এগুলো আছে। কিন্তু যাদের সংগ্রহে নাই তাদের জন্য এই পোষ্টটি। নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে যাদের লাগবে তারা ডাউনলোড করে নিতে পারেন। আজ আর বেশী কিছু লিখতে পারলাম না। পরবর্তিতে আরও ভাল কিছু নিয়ে টিউন করব বলে আশা রাখি।
PDF to Word converter



Auto CAD 2007



wondershare Vedio Editing Software


সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪

টিথারিং সফটওয়ারের সাহায্যে মডেম ছাড়া ইন্টারনেট ব্যবহার করুন। চিন্তামুক্ত থাকুন pc suit এর ঝামেলা থেকে।

আসসালামো ওয়া আলাইকুম, সকল রিভেলটেক ভাইদেরকে শুভেচ্ছা এই টিউনটি পরার জন্য। আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। কথা না বাড়িয়ে চলুন আসল কাজে আসি। আজ আপনাদের জন্য চরম একটা খবর নিয়ে এসেছি। বর্তমানে আমরা অনেকেই এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, কিন্তু অনেকেই জানেন না কি করে আপনার সেটটিকে মডেম হিসেবে ব্যবহার করবেন। আজ আপনাদেরকে সেই পদ্ধতি শিখাবো। প্রথমে আপনাকে দুটি সফটওয়ার ইন্সটল করতে হবে একটি মোবাইলে আর অন্যটি কম্পিউটারে। নিচে উল্লখিত ১ নং সফটি কম্পিউটারে আর ২নং সফটি মোবাইলে ইন্সটল করুন। এরপর আপনার এন্ড্রয়েড ফোনটি USB ক্যাবলের সাহায্যে কম্পিউটার অথবা ল্যপটপের সাথে কানেক্ট করুন। কানেক্ট করার পর দেখতে পারবেন আপনার মোবাইল USB connect and USB debugging connect চাচ্ছে। 

শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

পিসি চলবে এবার রকেটের গতিতে। (মাত্র ২ MB এর একটি সফটওয়্যার)

কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন! আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আপনাদেরকে ছোট একটি
সফটওয়্যার উপহার দিবো ( সফটওয়ারটি আগে ইউজ করছেন কি না জানিনা? না করে থাকলে এখন থেকে করতে শুরু করুন ) যেটার
নির্মাতা স্বয়ং মাইক্রোসফট কোম্পানি। সফটওয়ারটি উইন্ডোজের উপযোগী করেই তৈরি করা হয়েছে। খুব সহজে এবং সবচেয়ে কম সময়ে
স্কেন করে আপনার পিসিকে রকেটের গতি এনে দিতে পারবেন।
সফটওয়ারটি ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে, তারপর ইন্সটল করে ফেলুন।
এবার দেখুন কিভাবে ইউজ করবেন
প্রথমে সফটওয়ারটি ওপেন করুন, নিচের মত দেখবেন----------



এবার আপনি উপরে যে অপশনগুলো দেখতেছেন, মানে internet explore cache, internet explore cookies ইত্যাদি ইত্তদি যা দেখতেছেন
সবগুলোতে টিক মার্ক দিয়ে দিন, তারপর start smart cleaning process এ ক্লিক করুন, একটি ম্যাসেজ আসবে yes এ
ক্লিক করুন, এবার দেখবেন সবগুলো ফাইলকে ক্লিন করা শুরু হয়ে গেছে এবং ১০০% পার্সেনট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, নিচে দেখুন..


এবার দেখুন আপনার পিসি আগের চেয়ে অনেক গুন স্পিডি হয়ে গেছে।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

DOWNLOAD SOFTWARE

সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

Skype-এর কল রেকর্ড করুন iFree Skype Recorder দিয়ে

নেট ব্যবহার করে এমন বেশীর ভাগ মানুষই Skype ব্যবহার করে ফ্রিতে কল করতে । Skype কল রেকডিংয়ের অনেক সফটওয়্যার আছে । তাদের মধ্যে অন্যতম হল iFree Skype Recorder । এটি আসলেই একটি কাজের সফটওয়্যার । এর দ্বারা যতক্ষন ইচ্ছা Skype কল ফ্রিতে রেকর্ড করতে পারবেন । এটি খুবই হালকা একটি টুল । এর ব্যবহারের ইন্টারফেসও অনেক সহজ , তাই যে কেউ অনায়েসে এটি ব্যবহার করতে পারবে । এটি চালাতে পিসিতে Skype ইন্সটল থাকতে হবে । সফটওয়্যারটি প্রথমবার চালালে এটি Skype থেকে অথরাইজেশন চাইবে তা করে দিলেই শুরু করতে পারবেন কল রেকডিং । এটি Windows Vista এবং Seven এ কাজ করে ।

ফ্রি ডাউনলোড করুন PhotoFreebies software

আমরা সবাই আমাদের ফটোতে নানা ইফেক্ট দিতে চেষ্টা করি।এক কথায় ফটো নিয়ে ফোটা ফুটি করতে যারা ভালবাসেন তাদের জন্যে এই ফ্রি সফ্টওয়্যার। ১২টি সহজ ও সুন্দর ইফেক্ট নিয়ে তৈরি এই সফ্টওয়্যার।

ঠিক উপরের ছবির মত আপনি color নিয়ে খেলতে পারবেন। আপনি হয়তো ভাবছেন কি ভাবে ব্যবহার করবেন চিন্তার কিছু নেই সফ্টওয়্যারটির সাথেই আপনি টিউটোরিয়াল পাবেন।আর হ্যা সফ্টওয়্যারটি ব্যবহার করতে হলে আপনকে অবশ্যই ফটোশপ compatible program ব্যবহারকারী হতে হবে।
  • নাম - PhotoFreebies
  • ভার্সন - 2.0
  • টাইপ - ফ্রি
  • সিস্টেম - Windows NT, Macintosh, Windows 2000, Windows 9.x, Windows Me, Windows XP
  • সাইজ - 1002 KB
ডাউনলোড