সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

প্লে স্টোর থেকে সরাসরি পিসিতে ডাউনলোড করার অন্যতম সহজ উপায় !! [No Extension,etc..]

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা । আশা করি পরম করুণাময়ের অনুগ্রহে সবাই ভালো আছেন ।
আমরা সবাই তো এখন খুব স্মার্ট !! হাতে হাতে স্মার্টফোন ! সহজলোভ্য হওয়ায় অ্যান্ড্রয়েড এর সংখ্যাই বেশি । স্মার্টফোনের জন্য স্মার্ট অ্যাপস্‌ ডাউনলোড করতে গিয়ে আমরা যে সমস্যায় পড়ি তা হলো গুগল প্লে স্টোর থেকে সরাসরি পিসিতে .apk ফাইল নামানো যায় না !! মোবাইলে ইন্টারনেট স্লো এবং তুলোনামুলোকভাবে ব্যয়বহূল । অনেকের জন্য তাই পিসিই ভরসা । ডাউনলোডের জন্য অনেক সাইট পাওয়া গেলেও ফ্রি অ্যাপস্‌গুলো প্লে স্টোর থেকে নামানোই নিরাপদ । এজন্য অনেক পদ্ধতি থাকলেও আমার কাছে ঝামেলা লাগে । কয়েকদিন আগে প্রথম আলোতে একটা ট্রিক্স দেখলাম, যারা মিস করেছেন তাদের জন্য এই টিউন ।
* প্রথমে প্লে স্টোরে লগিন করুন ।
* পছন্দের অ্যাপ এর লিংকে ঢুকুন । লিংকটা কপি করুন ।
*   এই লিংক   এ গিয়ে অ্যাপ এর লিংকটা পেস্ট করে Generate চাপুন ।
* কিছুক্ষণ অপেক্ষা করলেই ডিরেক্ট লিংক পেয়ে যাবেন ।
খুব সহজ উপায় !!
ধন্যবাদ সবাইকে ।

২টি মন্তব্য: