Computer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Computer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

সোমবার, ২৭ জানুয়ারী, ২০১৪

কীবোর্ড এর মত শর্টকাট কি এখন মাউস এ | ক্লিকেই সব হবে

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।কীবোর্ড এর মত শর্টকাট ব্যবহার করতে পারবেন এক্ষণ মাউস ক্লিকেই ।
সাধারণত মাউসে দুইটা বাটন থাকে। এখনকার কতক মাউসে তিন থেকে পাঁচটা বাটন থাকে তবে ডান এবং বাম বাটন ছাড়া বাকীগুলার নির্দিষ্ট কিছু কমান্ড নির্ধারিত থাকে। কিন্তু আপনি চাইলে মাউসের যেকোন বাটনে ইচ্ছামত কমান্ড নির্ধারণ করে দিতে পারেন।
এক্স-মাউস বাটন কন্ট্রোলার ( X-Mouse-Button-Controler) সফটওয়্যারের সাহায্যে যেকোন বাটনে কপি, পেষ্ট থেকে শুরু করে ৫০টিরও বেশী কমান্ড (এক বাটনে এক সময়ে যেকোন একটি) ব্যবহার করতে পারবেন। আপনি যেকোন অবস্থা বা উইন্ডো থেকে মাউসে উক্ত বাটন চাপলে পছন্দের সেই প্রোগাম খুলবে যা অনেকটা হট কী এর মত কাজ করে।


আপনার কম্পিউটার কি স্লো হয়ে গিয়েছে ? নতুনের মত ফাস্ট করে নিন !! ডাউনলোড করুন এখনি।

আপনার কম্পিউটার কি মারাত্মক স্লো ??? কোন কাজ ই করতে পারছেন না ?? তিনটি কারন হতে পারে । 
  1. আপনার কম্পিউটার এ প্রচুর ভাইরাস আছে । 
  2. আপনার কম্পিউটার টি অনেক দিন optimize করা হয় নি । 
  3. কম্পিউটার এর ব্যাকগ্রাউন্ড এ useless program running আছে ।                                    এই সমস্যা গুলোর সমাধান পর্যায়ক্রমে নিচে আলোচনা করা হবেঃ 

    আপনার কম্পিউটারে একটি ফুল ভাইরাস Scan করুনঃ 
    আপনার যদি কোন অ্যান্টিভাইরাস না থাকে তাহলে আমি avast অ্যান্টিভাইরাস ডাউনলোড করার পরামর্শ দিব । Download Avast >>>


অ্যান্টিভাইরাস দিয়ে আপনার কম্পিউটার Full and Deep Scan দিন । 
তারপর আমাদের কাজ Maintenance & Optimization

ইউএসবি থেকে উইন্ডোজ ৭/৮ ইনস্টল দেওয়ার সহজ উপায়


অনেক সময় আমরা ইউএসবি ডিক্স থেকে উইন্ডোজ ইনস্টল করতে চাই। কিন্তু আমরা সহজ কোনো উপায় জানি না বলে তা করতে পারি না ।


উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮ কে সহজেই ইউএসবি বুটেবল করার যায় মাইক্রোসফটের একটি টুলস দ্বারা। এজন্য প্রয়োজন উইন্ডোজের আইএসও ফাইল, ইউএসবি ডিক্স এবং এই টুলসটি।
 
এজন্য এই লিঙ্ক থেকে Windows 7 USB/DVD download tool টুলসটি ডাউনলোড করে ইনস্টল করুন। টুলসটি চালাতে ডটনেট ফ্রেমওয়ার্ক ২.০+ ইনস্টল থাকতে হবে।
টুলসটি যদি উইন্ডোজ এক্সপিতে চালাতে চান তাহলে Microsoft Image Mastering API v2 (এই লিঙ্ক থেকে) ইনস্টল করতে হবে।

এবার টুলসটি চালু করে Source file বক্সের ডানে Browse বাটনে ক্লিক করে উইন্ডোজ ৭/৮ এর আইএসও ফাইলটি খুলুন।

উইন্ডোজের ডিভিডিকে আইএসও না করা থাকলে আইএসও ডিক্স বা অন্য কোন আইএসও তৈরীর সফটওয়্যার দ্বারা এখন Next বাটনে ক্লিক করুন।

এরপরে USB device বাটনে ক্লিক করে যে ইউএসবি ডিভাইসকে বুটেবল করতে চান সেটি নির্বাচন করুন।
এবার Begin Copying বাটনে ক্লিক করলে ইউএসবি ডিক্সটি উইন্ডোজের বুটেবল হবে।



আইএসও করে নিন।

সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

দেখে নিন প্রয়োজনীয় ১১৫ টি রান কমান্ড আপনার কম্পিউটার এর জন্য

আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আমি ভালই আছি । আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার কম্পিউটার এর জন্য ১১৫ টি রান কমান্ড ।
1. Accessibility Controls - access.cpl
2. Accessibility Wizard - accwiz
3. Add Hardware Wizard - hdwwiz.cpl
4. Add/Remove Programs - appwiz.cpl
5. Administrative Tools - control admintools
6. Automatic Updates - wuaucpl.cpl
7. Bluetooth Transfer Wizard - fsquirt
8. Calculator - calc
9. Certificate Manager - certmgr.msc
10. Character Map - charmap
11. Check Disk Utility - chkdsk
12. Clipboard Viewer - clipbrd
13. Command Prompt - cmd
14. Component Services - dcomcnfg
15. Computer Management - compmgmt.msc
16. Control Panel - control
17. Date and Time Properties - timedate.cpl