সোমবার, ৩১ মার্চ, ২০১৪

কেএম প্লেয়ার এর বিকল্প খুঁজছেন?? এদিকে আসুন।

আমরা যারা উইন্ডোজ ৭/৮/৮.১ ব্যবহার করি তারা সচরাচর মিডিয়া প্লে করতে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১২ ব্যবহার করি। কিন্তু এটি অনেক ফর্মেট সাপোর্ট করে না। তাই আমাদের থার্ড পার্টি সফট বেছে নিতে হয়। অসংখ্য থার্ড পার্টি মাল্টিমিডিয়া সফট রয়েছে। এর মধ্যে KM Player, GOM Player,Pot Player,VLC Player অন্যতম। কিন্তু প্রচার বেশি হওয়ায় আমরা KM Player ই বেশি ব্যবহার করি।
এই কেএম প্লেয়ার বা কে মাল্টিমিডিয়া প্লেয়ার শুরুর দিকে ভালই কাজ করত। কিন্তু ইদানিং তারা তাদের সফটে অ্যাড ঢুকিয়েছে। যার ফলে আপনি যখন অনলাইন থাকা অবস্থায় কোন মিডিয়া প্লে করবেন। কেএমপি আপনাকে না জানিয়ে বসে বসে আপনার সাধের ব্যান্ডউইডথ ব্যবহার করে তাদের অ্যাড প্রদর্শন করবে। ব্যাপারটা রীতিমত বিরক্তিকর। তবে চাইলেই ফায়ারওয়াল এর সাহাজ্যে একে ব্লক করা জায়। কিন্তু এত ঝামেলা কেন করবেন, বিকল্প থাকতে??
আমার কাছে কেএম প্লেয়ার এর চেয়ে Daum Pot Player অনেক ভাল লেগেছে।


সুবিধাগুলো হলঃ

  • কেএম প্লেয়ার এর মোটামুটি সব অপশন-ই আছে।
  • থ্রিডি মুভি প্লে করার সুবিধা।
  • অনেক Visualization। WMP 11/12 এর visualization Support করে।
  • ইউআই [ইউজার ইন্টারফেস] অনেক ফ্রেন্ডলি।
  • কেএম প্লেয়ার চেয়ে সাইজে অনেক ছোট। মাত্র ১৬ এমবি।
  • অপরদিকে কেএম প্লেয়ার ৩২ এমবি।
  • কেএম প্লেয়ার এর চেয়ে দ্রুত কাজ এবং ইন্সটল হয়।
তো এই সফট একবার ব্যবহার করেই দেখুন। প্রচলিত সকল মিডিয়া ফর্মেট সাপোর্ট করে। সাইয প্রায় ১৬ এমবি। আশা করি ভাল লাগবে।

ডাউনলোড:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন