সবাইকে সালমা জানিয়ে শুরু করলাম আজকের পোষ্ট। কথা বাড়াবোনা। ইতপূর্বে আপনারা হয়তো আরো অন্যান্য পিডিএফ কনভার্টার ব্যবহার করেছেন, তাই এবার এটাও ব্যবহার করে দেখুন আশা করি ভাল লাগবে। আমার কাছে ভাল লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেভাবে পিডিএফকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন দেখুন। প্রথমে এখানে ক্লিক করে সফ্টওয়্যারটি নামিয়ে নিন তারপর ইন্সটল করে অপেন করুন, নিচের মত দেখবেন...........
1. আপনি যে পিডিএফ ফাইলটিকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন তা সিলেক্ট করে দিন।
2. কনভার্ট হওয়ার পর ফাইলটি আপনি যেখানে সেভ করতে চান তা দেখিয়ে দিন।
3. Convert এ ক্লিক করুন। ব্যাস আপনার ফাইলটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এবার ইচ্ছে মত ইডিট করতে থাকুন। কিছু কথা: সাধারণত পিডিএফ ফাইলকে যত ভাল মানের কনভার্টার দিয়ে হলেও কনভার্ট করুন না কেন জেনুইন ওয়ার্ড ফাইলের মত সার্ভিস পাবেন না। তারপরও দুধের স্বাধ ঘোলে মিশে খাওয়া আর কি!!!
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্রাহ হাফেজ।
ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করে SKIP ADD এ ক্লিক করতে হবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন