আসসালামো ওয়া আলাইকুম, সকল রিভেলটেক ভাইদেরকে
শুভেচ্ছা এই টিউনটি পরার জন্য। আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায়
অনেক ভাল আছি। কথা না বাড়িয়ে চলুন আসল কাজে আসি। আজ আপনাদের জন্য চরম একটা
খবর নিয়ে এসেছি। বর্তমানে আমরা অনেকেই এন্ড্রয়েড মোবাইল
ব্যবহার করি, কিন্তু অনেকেই জানেন না কি করে আপনার সেটটিকে মডেম হিসেবে
ব্যবহার করবেন। আজ আপনাদেরকে সেই পদ্ধতি শিখাবো। প্রথমে আপনাকে দুটি
সফটওয়ার ইন্সটল করতে হবে একটি মোবাইলে আর অন্যটি কম্পিউটারে। নিচে উল্লখিত ১
নং সফটি কম্পিউটারে আর ২নং সফটি মোবাইলে ইন্সটল করুন। এরপর আপনার
এন্ড্রয়েড ফোনটি USB ক্যাবলের সাহায্যে কম্পিউটার অথবা ল্যপটপের সাথে
কানেক্ট করুন। কানেক্ট করার পর দেখতে পারবেন আপনার মোবাইল USB connect and
USB debugging connect চাচ্ছে।
আপনি USB debugging connect সিলেক্ট করবেন। এরপর আপনি মোবাইলের টিথারিং সফটওয়ারটি ওপেন করুন, এখান থেকে USB সিলেক্ট করুন। এরপর আপনার কম্পিউটারের মনিটরের নিচের দিকের ডান কোনে ম্যনুবারে টিথারিং এর সফটি ওপেন করুন। আপনার ফোনের নাম সম্বলিত কানেকশন এর লেখা দেখতে পারবেন। যদি আপনার মোবাইলটি Walton primo হয় তবে connected via Walton primo এই লেখাটিতে ক্লিক করুন। আপনার কাজ প্রায় শেষ, এখন আপনি ব্রাউজার ওপেন করে ইন্টারনেট চালান অবিরত। টিথারিং ব্যবহারে কোন pc suit নামক সফটওয়ারের দরকার হবে না।
এরকম আরো মজার সফটওয়ার নিয়ে আপনাদের কাছে আসব প্রত্যহ, চোখ রাখুন reveltech এ।
ধন্যবাদ সবাইকে
এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করুন
আপনি USB debugging connect সিলেক্ট করবেন। এরপর আপনি মোবাইলের টিথারিং সফটওয়ারটি ওপেন করুন, এখান থেকে USB সিলেক্ট করুন। এরপর আপনার কম্পিউটারের মনিটরের নিচের দিকের ডান কোনে ম্যনুবারে টিথারিং এর সফটি ওপেন করুন। আপনার ফোনের নাম সম্বলিত কানেকশন এর লেখা দেখতে পারবেন। যদি আপনার মোবাইলটি Walton primo হয় তবে connected via Walton primo এই লেখাটিতে ক্লিক করুন। আপনার কাজ প্রায় শেষ, এখন আপনি ব্রাউজার ওপেন করে ইন্টারনেট চালান অবিরত। টিথারিং ব্যবহারে কোন pc suit নামক সফটওয়ারের দরকার হবে না।
এরকম আরো মজার সফটওয়ার নিয়ে আপনাদের কাছে আসব প্রত্যহ, চোখ রাখুন reveltech এ।
ধন্যবাদ সবাইকে
এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন